ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ১৮ জুলাই ২০১৭ | আপডেট: ২১:১৬, ২১ জুলাই ২০১৭

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি। সোমবার রাত ১২টার দিকে রিয়াদের আল খারজ সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ রাকিব খান (৪৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নোয়াগাও গ্রামে। আহত দু’জনের মধ্যে মোহাম্মদ কামাল হোসেনের বাড়ি সিলেটে এবং নুর আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।

এক প্রত্যক্ষদর্শী জানান, আল খারিজ থেকে  ১০০ কিলোমিটার দূরের শহর রিয়াদে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের আল খারজ খালেদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

//এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি