সৌদির ভিসা পেতে দিতে হবে দক্ষতার পরীক্ষা (ভিডিও)
প্রকাশিত : ১১:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩
এবার পাঁচটি খাতের শ্রমিকদের সৌদি আরবের ভিসা পেতে দক্ষতার পরীক্ষা দিতে হবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি’র সঙ্গে চুক্তি সই করলো সৌদি সরকার। এর ফলে থাকছে না ভিসা প্রক্রিয়াকরণ ফিস। কমবে দালালের দৌরাত্ম। সৌদি দূতাবাস বলছে, এর মধ্যদিয়ে শৃঙ্খলা ফিরবে অভিবাসন খাতে।
বৈদেশিক শ্রমবাজারে বাড়ছে দক্ষ শ্রমিকের চাহিদা। এবার কর্মি নিয়োগে বড় ধরনের পদক্ষেপ নিলো সৌদি সরকার।
গাছ লাগানো, ঝালাইকরণ, শিতাতপ-যন্ত্র মেরামত, পরিছন্নতা ও বৈদ্যুতিক কাজসহ পাঁচ খাতে পেশাদার শ্রমিক নিতে চালু হল দক্ষতা যাচাই কর্মসূচি- তাকামো।
সংবাদ সম্মেলনে সৌদি রাষ্ট্রদূত জানান, দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হলে সম্মানজনক বেতন, চাকরি ও কাজের নিশ্চয়তাও মিলবে
কোন প্রকার ফি ছাড়াই মিলছে পরীক্ষায় বসার সুযোগ। আর সনদ পেলে ভিসা প্রক্রিয়া শেষ করতে গুনতে হবে না কোন টাকা। পাঁচ বছর থাকবে সনদের মেয়াদ।
এর ফলে সার্বিকভাবে অভিবাসনখাতে শৃঙ্খলা ফিরবে বলে আশা বিএমইটির।
এই পাঁচটি খাত ছাড়াও গৃহ পরিচালিকা, নির্মাণ কাজসহ অন্যান্য খাতে শ্রমিক নেওয়া স্বাভাবিক থাকবে।
এএইচ
আরও পড়ুন