ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌম্য-শান্ততেই আস্থা শ্রীরামের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩, ৩০ অক্টোবর ২০২২

সৌম্য সরকার ও নাজমুল হোসাইন শান্ত

সৌম্য সরকার ও নাজমুল হোসাইন শান্ত

Ekushey Television Ltd.

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের সবচেয়ে অস্থির পজিশন ছিল ওপেনিং। ভালো ওপেনার খুঁজে পেতে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট। মেকশিফট ওপেনার থেকে নিয়মিত ওপেনার- সবাইকেই পরখ করা হয়েছে।

যে পরিকল্পনা থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ। সাব্বির তো বাদ পড়েছেন দল থেকেই। শেষ অবধি নাজমুল হোসাইন শান্ত ও সৌম্য সরকারেই থিতু হয়েছে টিম ম্যানেজমেন্ট। 

এই দুই বাঁহাতি ব্যাটার বিশ্বকাপের প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে ৪৩ রানের জুটি গড়েন। যার ফলে টানা ৩০ ম্যাচ পর ওপেনিংয়ে ৪০ পার হওয়া জুটি দেখে বাংলাদেশ।

টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলছেন, এখন বাংলাদেশের ওপেনিং জুটি থিতু হয়ে গেছে।

শনিবার ব্রিসবেনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মতে, ভালো হচ্ছে। প্রথম ম্যাচে (উদ্বোধনী জুটিতে) আমরা ৪৭ (আসলে ৪৩) রান পেয়েছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ওভারে বিনা উইকেটে ২৬ রান করেছিলাম। উদ্বোধনী জুটি সেটেলড মনে হচ্ছে।’

শান্ত-সৌম্যকে আরও সময় দিতে রাজি শ্রীরাম। তার আশা, অভিজ্ঞতা বাড়লে তারা বাংলাদেশকে ভালো কিছু দিতে পারবেন, নিজেরাও শিখতে পারবেন। 

তিনি বলেন, ‘আমার মতে, তাদেরকে ম্যাচ খেলতে দিতে হবে। একসঙ্গে যত খেলবে, যত অভিজ্ঞতা বাড়বে, যত বেশি ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে খেলবে; তারা তত শিখবে। পুরো বিষয়টি হলো গতি ধরতে পারা। তারা এটা শিখে ফেলবে।’

শান্ত-সৌম্য এখনও শিখছেন, ভালো শুরু পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ইনিংস বড় করতে শিখতে হবে বলেই মনে করেন শ্রীরাম, ‘কুইন্টন ডি কক ও রাইলি রুশোর মতো ভালো খেলোয়াড়রা এমনটাই করে থাকে। তারা শুরুটা পেয়ে গেলে সেটা ধরে বড় ইনিংস খেলে এবং আমরা যে ‘ইমপ্যাক্টের’ কথা বলছি, সেটাই রাখতে পারে। আমি মনে করি, এখন শান্ত ও সৌম্যর জন্য শেখার প্রক্রিয়া চলছে। আমার মতে, তারা ভালো করতে পারবে।’

এদিকে, আজ রোববার ব্রিসবেনের গাব্বায় নিজেদের তৃতীয় ম্যাচে আত্মবিশ্বাসে টইটুম্বুর জিম্বাবুয়ের বিপক্ষে নামছদে বাংলাদেশ। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল ৯টায়। তার আগে দেখে নেয়া যাক, কেমন হতে পারে সাকিবদের একাদশ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): 
নাজমুল হোসাইন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি