ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সৌম্যর রেকর্ডের পরও সিরিজ হারল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২০ ডিসেম্বর ২০২৩

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সৌম্য সরকারের ইতিহাস গড়া ইনিংসের পরও হারতে হলো টাইগারদের।  মূলত বাংলাদেশের নির্বিষ বোলিং স্বাগতিকদের জয়ের পথকে সহজ করে দিয়েছে।

নেলসনে টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের রেকর্ড গড়া ১৬৯ রানের সুবাধে  ২৯১ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ৪৬.২ ওভারে  জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

মূলত ইয়াং (৮৯) ও নিকোলাস (৯৫) এই দুই কিউই ব্যাটারের ইনিংসে ভর করে ৭ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। একইসঙ্গে তিন ম্যাচের সিরিজ জয়টাও নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

এ দুজন মিলে গড়েছেন ১২৮ রানের জুটি। এছাড়া ৪৫ রান করে আউট হন রাচিন। 

তিন পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব আর হাসান মাহমুদের কেউই সুবিধা করতে পারেননি কিউই ওপেনারদের সামনে। 

এর আগে ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলে সৌম্য তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। প্রায় পাঁচ বছর পর তৃতীয় সেঞ্চুরি পেলেন সৌম্য। চোখ ধাঁধানো ঝোড়ো ইনিংসের সঙ্গে আরও কয়েকটি রেকর্ড হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন সৌম্যর। আর ওয়ানডেতে দেশের ইতিহাসের দ্বিতীয় সেরা ইনিংসের মালিকও তিনি।

এছাড়া, ৪৫ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। মেহেদী হাসান মিরাজ ১৯ ও তানজিম হাসান সাকিব করেন ১৩ রান। তাতে ২৯১ রানের পুঁজি পায় বাংলাদেশ।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি