সৌরজগতের বাইরে রয়েছে ১০০ টি বাসযোগ্য গ্রহ!
প্রকাশিত : ০৯:৪২, ১৬ জুন ২০১৮ | আপডেট: ০৯:৪৩, ১৬ জুন ২০১৮
আমাদের সৌরজগতের বাইরে নতুন নতুন গ্রহের সন্ধানে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই স্যাটেলাইটের মাধ্যমে বেশ কিছু তথ্য সংগ্রহ সম্ভব হয়েছে নাসার পক্ষে৷
নাসার এই আবিষ্কার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে৷ সেখানে প্রতিবোদনে বলা হয়েছে ১০০-রও বেশি বৃহদাকারের গ্রহ আবিষ্কার করা সম্ভব হয়েছে, তাও অন্য গ্যালাক্সি বা সৌরজগতে৷ যে সব গ্রহগুলোর উপগ্রহগুলো মানুষের বাসযোগ্য৷ এই গ্রহগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেট৷ এক্সোপ্ল্যানেট বা বহির্গ্রহ হল এমন কিছু গ্রহ যেগুলো আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ের বাইরে অন্য কোনো নক্ষত্রকে আবর্তন করতে থাকে।
সম্প্রতি নাসার কে২ মিশনের কেপলার মহাকাশযানের মাধ্যমে গ্রহগুলো আবিষ্কার করা হয়েছে। গ্রহগুলোর আকার পৃথিবীর আকার থেকে শুরু করে বৃহস্পতির আকার পর্যন্ত বলে জানিয়েছেন গবেষকরা৷
নাসার কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহগুলো আবিষ্কার হয়। কেপলারের বর্তমান মিশন কে২ নামে পরিচিত। বিজ্ঞানীরা কেপলারের পাঠানো তথ্য বিশ্লেষণ করে গ্রহগুলোর সন্ধান পেয়েছেন। ২৭৫টি গ্রহ শনাক্ত করা গেলেও এর মধ্যে ১৪৯টিকে এক্সোপ্ল্যানেট হিসেবে বিবেচনা করছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। আর ৯৫টি গ্রহের ব্যাপারে বিজ্ঞানীরা পুরোপুরিভাবে নিশ্চিত যে সেগুলো একেবারে নতুন এক্সোপ্ল্যানেট।
এই সব এক্সোপ্ল্যানেটের চারিধারে ঘুরছে একাধিক উপগ্রহ৷ যেগুলো বাসযোগ্য বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা৷ ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন কেন জানিয়েছেন এই এক্সোপ্ল্যানেটগুলোর অধিকাংশের বলয় রয়েছে৷ এবং রয়েছে বেশ কয়েকটি উপগ্রহ৷
এই রিসার্চে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও৷ তারাও এই খবরের সত্যতা স্বীকার করেছেন৷ কে২ মিশনের জন্য ২০০৯ সালের মার্চে কেপলার মহাকাশযানটি পাঠানো হয়৷ আমাদের বাসযোগ্য পৃথিবীর মতো আর কোনো গ্রহ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে আছে কি-না তা চিহ্নিত করতে।
কিন্তু তার চার বছর পর ২০১৩ সালের মে মাসে যান্ত্রিক গোলযোগের কারণে তা কে২ মিশনটির জন্য আর তথ্য সরবরাহ করতে পারেনি। পরবর্তীতে মিশনটির পরিচালনকারীরা সেটিকে পুনর্বিন্যস্ত করেন ও ত্রুটি সারিয়ে তোলেন।
সূত্র: কলকাতা ২৪x৭
একে//
আরও পড়ুন