ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ২২ জানুয়ারি ২০২৫

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সুপার সিক্সে পৌঁছে গেছে যুবা টাইগ্রেসরা। 

মালয়েশিয়ার বাঙ্গিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১২২ রানের লক্ষ্য দিয়ে জিতেছে ১৮ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই উইকেট হারায়। এরপর ২৬ রানের জুটি গড়েন ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। ব্যক্তিগত ১৪ রানে ফাহমিদা রানআউট হলে ভাঙে সে জুটি। জুয়াইরিয়াও আউট হন ২০ রান করে। 

একপর্যায়ে ৫০ রানেই ৫ উইকেট হারায় মেয়েরা।

সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করেন অধিনায়ক সুমাইয়া ও আফিয়া আশিমা। তারা গড়েন ৩৮ রানের জুটি। আফিয়ার ১৯ বলে ২১ এবং অধিনায়ক সুমাইয়ার অপরাজিত ৩৬ বলে ২৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

১২২ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে ফেলে স্কটল্যান্ড। তবে ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড হারায় ২ উইকেট। ওপেনার ইমা ওয়ালসিংহামকে আউট করেন আনিসা আক্তার, পিপা কেলি হন রানআউট।

এরপর ৫০ রানের জুটি করেন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর। হাবিবা ইসলামের বলে নিয়াম যখন ২২ রানে ফেরেন তখন স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৩২ বলে ৫৩ রান। এই জুটি ভাঙার পর আর সেই সমীকরণ মেলানোর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। 

দলটি থেমে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে।

বাংলাদেশের হয়ে লেগ স্পিনার আনিসা আক্তার নিয়েছেন ২৫ রানে ৪ উইকেট।

এর আগে নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায়। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে আবারও জয়ের পথে ফিরল দলটি। 

সুপার সিক্সে বাংলাদেশকে খেলতে হবে দুটি ম্যাচ। সেই পর্ব পেরোতে পারলেই সেমিফাইনাল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি