ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

স্কটিশ চ্যালেঞ্জ মোকাবেলায় নেমে বিপদে উইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১৭ অক্টোবর ২০২২ | আপডেট: ১৩:৩২, ১৭ অক্টোবর ২০২২

ম্যাচের মাঝপথে হানা দিয়েছিল বৃষ্টি। তার আগে শুরুটা বেশ দুর্দান্তই করেছিল স্কটল্যান্ড। পাওয়ার প্লেতে ফিফটিও পার করে ফেলেছিলেন দুই ওপেনার। কিন্তু বৃষ্টির পর ফিরে কিছুটা ব্যাকফুটে চলে যায় তারা। তারপরও জর্জ মুন্সের অপরাজিত ফিফটিতে চড়ে উইন্ডিজের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করায় স্কটল্যান্ড।

সোমবার (১৭ অক্টোবর) হোবার্টে অনুষ্ঠিত এ ম্যাচে ৫৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ওপেনার জর্জ মুন্সে। যাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে স্কটিশরা। 

জবাব দিতে নেমে পাওয়ার প্লে-তে ৫৩ এবং ৯ ওভারে ৬২ রান তুলতে পারেলেও ৪টি উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ার্স ২০, ব্রান্ডন কিং ১৭, এভিন লুইস ১৪ এবং অধিনায়ক নিকোলাস পুরান ২ রান করে আউট হয়েছেন।

এর আগে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মুন্সে ও মাইকেল জোন্স দুর্দান্ত সূচনা এনে দেন। এই দুই ব্যাটার পাওয়ার প্লেতে তোলেন ৫৫ রান।

এর পরের ওভারে মাইকেল জোন্সকে বোল্ড করে সাজঘরে ফেরান ক্যারিবীয় পেসার জেসন হোল্ডার। বিদায়ের আগে জোন্স ১৭ বলে তিন বাউন্ডারিতে ২০ রান করেন। এরপর হোল্ডারের পরের ওভারে ফেরেন ম্যাথিউ ক্রসও (৩)।

অধিনায়ক রিচি বেরিংটন হাত খুলে খেলার চেষ্টা করেন। কিন্তু তিনিও ১৪ বলে ১ ছক্কায় ১৬ রান করে আউট হয়ে যান। ম্যাকলিওড ১৪ বলে ২৩, লিসাক ৪ ও ক্রিস গ্রিভসের ১১ বলে অপরাজিত ১৬ রানের সঙ্গে জর্জ মুন্সের ক্যারিয়ারের অষ্টম ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান করে স্কটল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ ২টি করে উইকেট পান। এছাড়া ওডিন স্মিথের শিকার ১টি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি