ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

স্কটিশদের বিদায় করে সুপার টুয়েলভে জিম্বাবুয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২১ অক্টোবর ২০২২ | আপডেট: ১৭:৫১, ২১ অক্টোবর ২০২২

ম্যাচ সেরা সিকান্দার রাজার একটি শট

ম্যাচ সেরা সিকান্দার রাজার একটি শট

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। সেইসঙ্গে বেরিংটনদের বিদায় করে সুপার টুয়েলভ নিশ্চিত করল রাজা-আরভিনরা। 

যে দল জিতবে, সেই দলই বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করবে- এমন সমীকরণের ম্যাচে স্কটল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে। 

জবাবে দিতে নেমে অধিনায়ক ক্রেইগ আরভিনের ফিফটি ও সিকান্দার রাজার ঝোড়ো ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় রোডেশিয়রা।

শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে রান তাড়া করতে নেমে প্রথমেই অবশ্য জোড়া উইকেট হারায় জিম্বাবুয়ে। রেগিস চাকাভা ৪ রানে বিদায়ের পর শূন্য রানেই সাজঘরে ফেরেন ওয়েসলি মাদভেরে।

এরপর শেন উইলিয়ামসকে নিয়ে প্রাথমিক ওই চাপ সামাল দেন অধিনায়ক আরভিন। ৩৫ রানের জুটি গড়লেও উইলিয়ামস মাত্র ৭ রান করে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে। 

তবে ইনফর্ম রাজাকে সঙ্গী করে ৭৭ রানের জুটি গড়ে সব শঙ্কাকে উড়িয়ে দেন ক্রেইগ আরভিন। অধিনায়কের ৫৪ বলে ৫৮ ও সিকান্দার রাজার ২৩ বলে ঝোড়ো ৪০ রানে ভর করে জয় নিয়েই মাঠ ছাড়েন রায়ান বার্ল (৯)* ও মিল্টন শুম্বা (১১)*।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। 

তবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে এক জর্জ মুনসে ছাড়া খুব একটা সুবিধা করতে পারেননি আর কেউই। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। তার এই ৫১ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। 

এছাড়া কলাম ম্যাকলিওড করেন ২৬ বলে ২৫ রান। বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন জিম্বাবুয়ের বোলাররা। যাতে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারালেও দলের স্কোরকে দেড়শ পার করতে পারেনি স্কটল্যান্ড।

জিম্বাবুয়ের পক্ষে এদিন টেন্ডাই চাতারা ও রিচার্ড এনগারাভা ২টি করে এবং মুজারাবানি ও সিকান্দার রাজা একটি করে উইকেট লাভ করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি