ঢাকা, মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪

স্কুলে ভর্তির লটারি আজ, ফল জানা যাবে যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ১৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ০৮:৪৮, ১৭ ডিসেম্বর ২০২৪

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তির এই লটারি হবে। প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে এবার সারাদেশে প্রায় ১০ লাখ শিক্ষার্থী আবেদন করেছে। 

সরকারি-বেসরকারি সাড়ে পাঁচ হাজারের বেশি বিদ্যালয়ে এবার মোট ১১ লাখ ১৬ হাজার ৩৮৯ টি আসন ফাঁকা আছে। আসন সংখ্যা হিসেবে ভর্তির পরও বেসরকারি স্কুলে বহু আসন ফাঁকা থাকবে।

মাউশি সূত্র জানায়, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে।

যেভাবে জানা যাবে ফল

শিক্ষার্থীরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে সেখানে এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে। এছাড়া নির্ধারিত ওয়েবসাইটেও ফল জানা যাবে।

ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান/অভিভাবক/শিক্ষার্থী লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। 

ডাউনলোড করা ফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে প্রেরণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি