স্কোয়াড থেকে কেন বাদ পড়লেন ফাহমিদুল
প্রকাশিত : ১৯:৩৩, ১৮ মার্চ ২০২৫

ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। যা ছিল বেশ চমকপ্রদই। সৌদি আরবের তায়েফে জাতীয় দলের সঙ্গে সপ্তাহ খানেক ক্যাম্পও করেন ফাহমিদুল। একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। তবে, ক্যাম্প শেষে বাংলাদেশ দল দেশে ফিরলেও ফাহমিদুল ইসলাম আসেননি। জানা গেছে ইতালিয়ান প্রবাসী ফরোয়ার্ডকে দলে রাখা হবে না বলেই তাকে আনা হয়নি। সৌদি থেকে তাই ইতালিতেই পাঠানো হয়েছে ফাহমিদুলকে।
মঙ্গলবার (১৮ মার্চ) সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে দেশে ফিরেননি ফাহমিদুল। তার না ফেরার প্রসঙ্গে কোচ ক্যাবরেরা বলেন, ‘সে সৌদিতে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। প্রতিভাবান খেলোয়াড়, তবে জাতীয় দলে জায়গা পেতে আরও সময় দরকার।’
মাত্র ১৮ বছর বয়সী ফাহমিদুলের সম্ভাবনা দেখে তাকে দলে ডেকেছিলেন কোচ। এক সপ্তাহের অনুশীলনে তিনি ভালো করলেও জাতীয় দলে খেলার জন্য যথেষ্ট প্রস্তুত নন বলে মনে করেন ক্যাবরেরা। ‘সৌদির অনুশীলন তার জন্য গুরুত্বপূর্ণ ছিল, সে ভালোও করেছে। তবে এই মুহূর্তে অন্যরা বেশি প্রস্তুত। ওকে আরও সময় দিতে হবে,’ বললেন বাংলাদেশ কোচ।
জাতীয় দলের স্কোয়াড নির্বাচন নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ৩৮ জনের প্রাথমিক তালিকায় ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে রেখে বিস্ময় সৃষ্টি করেছিলেন ক্যাবরেরা, এখন তাকে বাদ দিয়েও উঠেছে প্রশ্ন। ক্যাম্প শুরু হওয়ার আগেই ৮ জনকে ছেঁটে ফেলা, সৌদিতে তিনটি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেও কেবল একটি ম্যাচ খেলা—এইসব সিদ্ধান্ত ঘিরেও সমালোচনা হচ্ছে কোচের।
সব বিতর্কের মাঝেও দলের জন্য বড় স্বস্তির খবর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর আগমন। বাংলাদেশ দলে যোগ দিতে এসে তিনি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ক্যাবরেরা বলেন, ‘দলের সবাই তার সঙ্গে অনুশীলনের জন্য মুখিয়ে আছে। প্রতি সপ্তাহে তার সঙ্গে আমার আলোচনা হয়েছে, এবার আমরা একসঙ্গে ভারতকে হারানোর পরিকল্পনা করব।’
বাংলাদেশ-ভারত ফুটবল দ্বৈরথ দক্ষিণ এশিয়ায় বরাবরই উপভোগ্য। তবে ২০০৩ সালের পর থেকে বাংলাদেশ ভারতের বিপক্ষে জয় পায়নি। এবার হামজার অন্তর্ভুক্তি সেই অপেক্ষার অবসান ঘটাতে পারে বলে মনে করছেন ক্যাবরেরা। ‘আমরা আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। হামজার আগমনে দলের স্পিরিট আরও বেড়েছে,’ বলেন বাংলাদেশ কোচ।
হামজা চৌধুরী গতকাল সকালে সিলেটে পৌঁছান। এরপর তার গ্রামের বাড়ি হবিগঞ্জে যান। আজ রাতে ঢাকায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এমবি//