ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান, বরখাস্ত রেলের প্রকৌশলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ২৭ অক্টোবর ২০২৪

কমলাপুর রেলস্টেশনের বহির্গমন পথের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা একটি স্লোগান। এ ঘটনায় ঢাকা বিভাগীয় রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)কে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত উপ-সহকারী প্রকৌশলী মোবারক হোসেনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘স্ক্রিন বোর্ড কন্ট্রোলের দায়িত্বে থাকা প্রকৌশলীকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলাও করা হয়েছে।’

এর আগে শনিবার (২৬ অক্টোবর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের বের হওয়ার পথে ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা একটি স্লোগান প্রচারিত হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। 

নেটিজেনদের একটি পক্ষ এই ঘটনায় জড়িতদের স্বৈরাচারের দোসর উল্লেখ করে তাদের গ্রেপ্তারের দাবি জানান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি