স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে মেধার জয়
প্রকাশিত : ১৬:০৪, ৬ ডিসেম্বর ২০১৭
ভারতের জনপ্রিয় পুরস্কার ‘স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড’র ২৩তম আসর জয় করলেন অভিনেতা ইরফান খান ও রাজকুমার রাও। সমালোচকদের দৃষ্টিতে বছরসেরা অভিনেতা ও পার্শ্ব-অভিনেতার পুরস্কার জিতেছেন রাজকুমার রাও। অন্যদিকে দর্শক ভোটে সেরা অভিনেতা নির্বাচিত হলেন ইরফান খান।
বক্সঅফিসে ঝড় তুলতে না পারলেও ‘তুমহারি সুলু’র জন্য দর্শক ভোটে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন বিদ্যা বালন এবং বছরের অলোচিত-সমালোচিত ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র জন্য সমালোচক রায়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্কনা সেন শর্মা।
সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কারটি গেছে ‘তুমহারি সুলু’ অভিনেত্রী নেহা ধুপিয়ার দখলে।
সমালোচকদের রায়ে বছর সেরা সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে ‘নিউটন’। তবে সেরা পরিচালক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সংগীত পরিচালক, গীতিকার ও সম্পাদনা বিভাগে জয়ী হয়েছে স্পোর্টস ড্রামা ‘দঙ্গল’।
‘রইস’ সিনেমার ‘জালিমা’ ও ‘জগ্গা জাসুস’-এর জন্য সেরা পুরুষ প্লেব্যাক শিল্পীর পুরস্কার জেতেন অরিজিৎ সিং। সেরা নারী প্লেব্যাক শিল্পীর পুরস্কার পেয়েছেন শাশা তিরুপতি।
উল্লেখ্য, আমির, সালমান ও শাহরুখ খানদের মতো তারকাদের টপকে নবাগত ও ভিন্ন ঘরানার শিল্পীদের এ পুরস্কার প্রাপ্তিকে অনেকেই পজেটিভ দৃষ্টিতে দেখছেন।
সূত্র : ইন্ডিয়া টুডে
এসএ/