ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

স্টিফেন হকিং-এর অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ শ্রদ্ধা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ৩১ মার্চ ২০১৮

ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং-এর অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ শ্রদ্ধা নিবেদন জানাতে যাচ্ছেন তার পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা। আজ শনিবার ক্যামব্রিজে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত ১৪ মার্চ ৭৬ বছর বয়সে এ বিখ্যাত বিজ্ঞানীর জীবনাবসান ঘটে।

জানা গেছে, বিজ্ঞানী স্টিফেন হকিং ক্যামব্রিজেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। তিনি নীরশ্বরবাদী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু, তার সন্তানরা তাদের বাবাকে চিরবিদায় জানাতে ক্যামব্রিজের বিশ্ববিদ্যালয়ের গির্জা `সেন্ট মেরি দি গ্রেট`কে বেছে নিয়েছেন।

হকিং-এর পরিবার জানায়, যারা হকিংকে ব্যক্তিগতভাবে জানেন শুধু তাদের জন্য এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উন্মুক্ত থাকবে।

তথ্যসূত্র: এএফপি।

 

আর/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি