ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

স্তন ক্যানসারের কারণ ও লক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ১০ অক্টোবর ২০১৮

নারীরা আজ প্রজনন স্বাস্থ্যের অমানিশা কাটিয়ে উঠলেও, অ-প্রজনন স্বাস্থ্যের, বিশেষ করে স্তন ক্যানসারের চরম ঝুঁকির মধ্যে রয়েছে। আর এই ঝুঁকি থেকে মুক্তির প্রধান উপায় হল নারী-পুরুষ নির্বিশেষে সবার মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলা। স্তন ক্যানসার কী কারণে হয়ে থাকে বা এর লক্ষণগুলো কী কী তা জানা জরুরি।

১. স্তন ক্যানসারের পারিবারিক ইতিহাস থাকলে পরবর্তী প্রজন্মের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

২.  অবিবাহিতা বা সন্তানহীনা নারীদের মধ্যে স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি।

৩. যে সব নারীরা সন্তানকে কখনও স্তন্যপান করাননি তাদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

৪. ৩০ বছরের পরে যারা প্রথম মা হয়েছেন তাদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি।

৫. যাদের তুলনামূলক কম বয়সে মাসিক শুরু হয় ও দেরিতে মাসিক বন্ধ হয় তাদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি।

৬. একাধারে ১০ বছর বা বেশি সময় ধরে জন্ম নিরোধক বড়ি খেলেও স্তন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

তবে মনে রাখতে হবে, এই কারণগুলো স্তন ক্যানসারের সহায়ক ভূমিকা পালন করে মাত্র, কোনোটি একক কারণ নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু স্তন ক্যানসারের ঝুঁকি বাড়তে থাকে, তাই একটা নির্দিষ্ট বয়সের পর থেকে (৩০ বছর) সতর্কতা অবলম্বন জরুরি। আর এ জন্য স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো জানা খুবই প্রয়োজন। যেমন-

১. স্তনের বোটা থেকে কিছু বের হওয়া।

২. স্তনের ভিতর চাকা অনুভব করা।

৩. স্তনে ব্যাথা অনুভব করা।

৪. স্তনের আকার পরিবর্তিত হওয়া।

৫. স্তনের ত্বকে ঘাঁ দেখা দেওয়া।

৬. স্তনের ত্বকে লালচে ভাব/দাগ দেখা দেওয়া।

এই লক্ষণগুলোর যে কোনও একটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারের পরার্মশ অত্যন্ত জরুরি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি