ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

স্ত্রী ঘরে ঢুকতে না দেওয়ায় অনশনে স্বামী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১২ মার্চ ২০১৮

স্ত্রী ঘরে ঢুকতে না দেওয়ায় বাড়ির সামনেই অনশনে বসে পড়েছেন এক ব্যাক্তি। প্রবীর সাহা নামের ওই ব্যক্তির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুঁড়িতে।
গতকাল রোববার সকালে শিলিগুঁড়ির সূর্যসেন কলোনিতে প্রবীর সাহা নামে তার বাড়ির সামনে অনশনে বসেন। পাশেই স্ত্রীর ছবিসহ নানা অভিযোগ লেখা রয়েছে।
এ ঘটনা জানাজানি হওয়ার পর তাকে দেখতে ভিড় করেন কলোনিবাসী।এর পর স্থানীয় কাউন্সিলর তৃণমূলের কৃষ্ণ পাল ও পুলিশের মধ্যস্থতায় প্রবীর বাবু অনশন তুলে নেন। বাড়িতেও ঢোকেন। তবে তার স্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।
স্ত্রীর ভাষ্য, এটি পুরোপুরি পারিবারিক বিষয়। বাইরের কাউকে কিছু বলব না। প্রতিবেশীরা জানান, বছর দুয়েক ধরে এ দম্পতির মধ্যে নানা বিষয়ে কলহ চলছিল।
কাউন্সিলর কৃষ্ণবাবু বলেন, এভাবে পাড়ার মধ্যে আমরণ অনশন করব বলে রাস্তায় বসে পড়াটা মানা যায় না।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি