ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রী মেলানিয়াকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৫:৫১, ৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রিপাবলিকান পার্টির প্রধান কার্যালয়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে নির্বাচনে বিজয়ী ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাস্প। এ সময় মঞ্চে পাশে দাঁড়ানো স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে যান ডোনাল্ড ট্রাম্প।

ডায়েসে ফিরে মেলানিয়াকে ফার্স্ট লেডি বলে সম্বোধন করে ধন্যবাদ জানান তিনি। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি (মেলানিয়া) দুর্দান্ত কাজ করেছেন। মানুষকে সাহায্য করার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেন।’ 

একই সঙ্গে মেলানিয়ার লেখা বইয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, দেশের সবচেয়ে বেশি বিক্রিত বই রয়েছে তার।

এ সময় নিজের সন্তানদেরও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেক সন্তানের নাম উল্লেখ করে তারা আমার চমৎকার সন্তান। ট্রাম্পের ভাষণের সময় পাম বিচের জড়ো হওয়া জনতা ‘‘আমেরিকা’’, ‘‘আমেরিকা’’ স্লোগান দেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘প্রত্যেক দিন আমি আপনারদের জন্য লড়াই করে যাব।’’ 

গত জুলাইয়ে নির্বাচনী প্রচারণার সময় গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “আমি একটি মাত্র কারণে গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে গিয়েছি। জনতাকে তিনি বলেন, ‘‘তার জীবন একটি কারণে রক্ষা পেয়েছে, সেটি হলো দেশকে রক্ষা করা।’’

ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউসে প্রত্যেকের জন্য লড়াই করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রতিশ্রুতি দেওয়া এবং রক্ষা করাই হবে তার সরকার পরিচালনার মূলনীতি বলেও ঘোষণা দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এপি বলছে, নির্বাচনে জয়ের জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টির প্রয়োজন হলেও ডোনাল্ড এখন পর্যন্ত ২৬৭টি ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি