ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রী-শালিকাকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৩, ৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় স্বামী বিরুদ্ধে স্ত্রী ও শালিকাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পালিয়ে যান ঘাতক স্বামী সামিউল।

রোববার দিবাগত রাতের কোনো সময় কসবা উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের ধজানগর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ঘাতক সামিউলের স্ত্রী জুতি (২৫) ও তার বোন স্মৃতি (১৪)। তারা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত হোসেন ভুইয়ার মেয়ে।

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক আমির হোসেন সামিউল পালিয়ে যান। 

পুলিশ জানায়, এক সপ্তাহ আগে সামিউল তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। রোববার রাতের খাবার শেষে তারা ঘুমাতে যায়। পরে রাতের কোন একসময় তাদের শ্বাসরোধ করে হত্যা করে সে। সোমবার সকালে পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ গিয়ে ঘরের ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। ময়নাতদন্তে জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি