ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

স্ত্রী হত্যাচেষ্টার দায়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৫ মে ২০১৮ | আপডেট: ২০:২৭, ১৩ মে ২০১৮

স্ত্রী হত্যাচেষ্টার মামলায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ খায়ের চৌধুরীকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রঙ্কস ক্রিমিনাল কোর্ট। বুধবার খায়ের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন ব্রঙ্কস ক্রিমিনাল কোর্ট।

এছাড়া দণ্ডভোগের পর আরও পাঁচ বছর খায়ের চৌধুরীকে (৩০) কঠোর নজরদারিতে অতিবাহিত করতে হবে।

কোর্টের উদ্ধৃতি দিয়ে ডিস্ট্রিক্ট এটর্নির মুখপাত্র মেলানি জানান, ২০১৪ সালের ২৪ জুলাই বিকেল ৫টায় ব্রঙ্কসের ১৪১৮ জেরিগা এভিনিউতে অবস্থিত বিল্ডিংয়ের চতুর্থ তলায় সি নম্বর অ্যাপার্টমেন্টের বেডরুম থেকে তাহমিনা রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। জানালা দিয়ে পড়ার সময় তাহমিনা দুই তলার ছাদে আটকে যান। তাহমিনার স্বামী খায়ের চৌধুরী তার ঘাড় ধরে জানালা পথে ছুড়ে মারেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। তাহমিনা হাসপাতালে দুঈ মাস কোমায় ছিলেন।

মেলানি আরও জানান, সে সময় তাহমিনার স্বামী পুলিশকে জানিয়েছিলেন যে তাহমিনা আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেন। তাহমিনার জ্ঞান ফিরলে পরিস্থিতি পাল্টে যায়। তদন্ত কর্মকর্তারা জানতে সক্ষম হন যে তার স্বামী খায়ের চৌধুরীই তাকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়েছিলেন।

মৌলভীবাজার জেলা সদরের অধিবাসী তাহমিনা ও তার স্বামীর পরিবার পরস্পরের আত্মীয় এবং অভিভাবকদের আগ্রহেই তাদের বিয়ে হয়েছিল।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি