ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ২০ জুলাই ২০২৩

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী রজাউল করিম (৩৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রেজাউল করিম পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্বামী রেজাউল করিম বাড়িতে এসে তার স্ত্রী ফৌজিয়া বেগম (৩৮) এর সাথে সাংসারিক বিষয়কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ঝগড়া শুরু করে। ঝগড়ার সময় রেজাউল ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়িভাবে স্ত্রীকে মারতে থাকে এবং একপর্যায়ে পেটে চাকু ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। এতে ফৌজিয়া বেগম মাটিতে লুটিয়ে পরেন। 

পরে তার ছেলে-মেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানেই ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই সকালে ফৌজিয়া বেগম মারা যান।

এ ঘটনায় নিহত ফৌজিয়া বেগমের বাবা পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে রেজাউলের উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই একপর্যায়ে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেফতার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি