ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

স্ত্রীকে মারধরের ভুয়া খবরে চটেছেন তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ক্রিকেট তারকা তাসকিন আহমেদ নাকি তার স্ত্রীকে মারধর করেছেন! একটি অনলাইন পোর্টালে এমন খবর বের হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে খবরটি। এ খবরে ভীষণ বিরক্ত ও ক্ষুব্ধ এ টাইগার। ক্ষোভের সঙ্গেই তাসকিন জানালেন, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন ওই পোর্টালের বিরুদ্ধে।

পোর্টালটি লিখেছে, ‘...তাসকিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমাকে মারধরের অভিযোগ উঠেছে।’ এ খবর ছড়িয়ে পড়ার পর বেশ অস্বস্তিতে পড়েছে তাসকিন ও তাঁর পরিবার।

শুক্রবার দুপুরে অনুশীলন শেষে বাসায় ফিরতেই ফোনের পর ফোন। তাসকিন আহমেদের কাছে সবাই জানতে চাচ্ছে, স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে তাঁর কী হয়েছে? আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সতীর্থ ও সাংবাদিকেরা বিষয়টি বিস্তারিত জানতে চাইছেন।

এ বিষয়ে ক্ষুব্ধ তাসকিন বললেন, ‘এসবের কোনো অর্থ আছে? বিয়ের সময় একবার কিছু পোর্টালে আমাকে নিয়ে আজেবাজে খবর প্রকাশ করার পর এখন আবার পেছনে লেগেছে। কারা এসব খবর প্রকাশ করে বলতে পারেন? আমি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। বাংলাদেশ দলের একজন খেলোয়াড় হিসেবে এতটুকু সম্মান কি পেতে পারি না?’

এ খবরে তাসকিনের স্ত্রী রাবেয়াও ভীষণ ক্ষুব্ধ। তিনি বলেন, ‘আমাকে মারধর করল অথচ আমিই জানি না!’

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি