স্ত্রীর সঙ্গে ডিভোর্স, ৫০ লিটার দুধ দিয়ে প্রবাসীর গোসল
প্রকাশিত : ১০:৩৭, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:১১, ১২ এপ্রিল ২০২৫

স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ায় ৫০ লিটার দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস ফেরত বদিউজ্জামান শিকদার নামে এক প্রবাসী। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
শুক্রবার বিকালে উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উৎসুক শত মানুষের সামনে তিনি এ কাণ্ড ঘটান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে পূর্ব সদরদী এলাকার মৃত বারেক শিকদারের পুত্র সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামানের সঙ্গে পার্শ্ববর্তী ঘারুয়া গ্রামের সোমা আক্তারের পারিবারিকভাবে বিবাহ হয়। পরবর্তীতে দীর্ঘ দিন ধরে দাম্পত্য কলহের পর স্ত্রী ডিভোর্স দেন বদিউজ্জামান। তাদের সংসারে ২টি ছেলেমেয়ে রয়েছে।
এ ঘটনার পর তিনি ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেন। ঘটনাটিতে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এই বিষয়ে বদিউজ্জামান জানান, আমার সাথে ১৭ বছর আগে পারিবারিকভাবে সোমা আক্তারের বিবাহ হওয়ার পর থেকেই দাম্পত্য কলহ-বিবাদ চলে আসছিল। তিনি পরকীয়ায় আসক্ত থাকায় এর আগে একবার ডিভোর্স হয় পরবর্তীতে আবার আমি পারিবারিক পরিস্থিতির জন্য মেনে নিয়ে বিবাহ করি। এবার তাকে অনেক অনুরোধ করার পরেও তিনি ডিভোর্স চাইলে আজই স্থানীয় কাজীর মাধ্যমে ডিভোর্স হয়ে যায়। এরপর আমার সন্তান ও স্থানীয় ভাইয়েরা বলে দুধ দিয়ে গোসল করতে।
এই বিষয়ে সোমা আক্তারের যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এএইচ
আরও পড়ুন