ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

স্ত্রীর সঙ্গে রাগ করে বাড়ি ছেড়েছিলেন, ফিরলেন ৩২ বছর পর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৪

স্ত্রীর সঙ্গে রাগ করে বাড়ি ছেড়েছিলেন, শেষ পর্য ন্কিত ৩২ বছর পর নিজ বাড়িতে ফিরলেন শোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের মুর্শিদ মিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম মাধ্যমে স্বজনেরা তার খোঁজ পেয়েছেন। 

গতকাল রোববার পাকুন্দিয়া থানা–পুলিশের সহায়তায় বাড়ির লোকজন নরসিংদীর বেলাব উপজেলা থেকে ৭০ বছর বয়সী  মুর্শিদ মিয়ারকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের সাহাজ উদ্দিন মাস্টারের বাড়িতে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করতেন মুর্শিদ মিয়া। কয়েক মাস ধরে তিনি অসুস্থ। তিনি বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে ধুকুন্দি গ্রামের একজন ফেসবুকে মুর্শিদ মিয়াকে নিয়ে পোস্ট করেন।

ফেসবুকের মাধ্যমে স্বজনেরা তাকে চিনতে পারেন। গতকাল মুর্শিদের ভাতিজা আবদুল হাকিমসহ বেশ কয়েকজন ওই গ্রামে গিয়ে তাকে নিয়ে আসেন।

শ্রমিকের কাজ করে জমানো সাড়ে চার লাখ টাকা পাশের গ্রামের একটি মসজিদে দান করে কিছুদিন আগে আলোচনায় এসেছিলেন মুর্শিদ।

তার স্বজনরা বলেন, প্রায় ৩২ বছর আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে রাগ করে বাড়ি ছাড়েন মুর্শিদ। বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি। একপর্যায়ে বাড়ির লোকজন তাকে পাওয়ার আশা ছেড়ে দেন। এক পর্যায়ে তার স্ত্রীও বাড়ি ছেড়ে চলে যান। তাদের কোনো সন্তানও ছিলোনা। 

মুর্শিদের ভাতিজা বলেন, দীর্ঘদিন পর চাচাকে ফিরে পেয়ে তারা খুবই খুশি ও আনন্দিত। চাচার বউ-সন্তান নেই। অনেক জমি আছে। চাচা যাতে জীবনের শেষ সময়টা তাদের সঙ্গে ভালোভাবে কাটাতে পারেন, সেই চেষ্টা তারা করবেন।

মুর্শিদ মিয়ার ভাগের সম্পত্তি যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়, সে বিষয়ে পরিবারের অন্য সদস্যদের বলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি