ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্থানীয় বাজারে বাড়ছে দেশি পোশাকের চাহিদা

প্রকাশিত : ০৯:৩৫, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ২১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

তুলনামূলক কম দাম, গুনগতমান আর আধুনিকতার ছোয়ায় স্থানীয় বাজারে বাড়ছে দেশি পোশাকের চাহিদা। উদ্যোক্তারা বলছেন, চাহিদার প্রায় আশি ভাগই মেটাচ্ছেন তারা। কাঁচামালের কর কমানো এবং তৈরি পোশাক আমদানী নিয়ন্ত্রণ করাসহ বেশ কিছু বিষয়ে নজর দিলে এর পরিমাণ আরো বাড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মাথা পিছু আয় বেড়ে যাওয়ায়, এই খাতের সম্ভাবনাও বেড়েছে। দেশি পোশাকের নিজেস্ব ব্র্যান্ড হয়ে ওঠার গল্পটা খুব বেশি আগের নয়। হাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে পোশাক ডিজাইন করছে হাজারেরও বেশি দেশি প্রতিষ্ঠান। রাজধানীর উর্দূ রোড, কেরানীগঞ্জ, কামরাঙ্গীচর, সুরিটোলা, ইসলামপুরসহ অনেক এলাকা থেকেই মিটছে তৈরি পোশাকের প্রায় ষাট ভাগ চাহিদা। উদ্যেক্তারা বলছেন, এই খাতের সম্ভবনা দিন দিনই বাড়ছে। এখন দরকার অবকাঠামোগত কিছু পরিবর্তন। অভ্যন্তরীন বাজারে ক্রেতা আকৃষ্ট করতে ব্যবসায়ীদের নানা প্রস্তাবও আছে। এরমধ্যে গামের্ন্টস পল্লী নির্মাণ, কাঁচামালের ওপর থেকে কর শিথিল করা, ব্যাংক লোনের সহজলভ্যতা এবং প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ। অর্থনীতিবিদরা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বলেই চাহিদাও বাড়ছে। তবে এ শিল্পের প্রসারে কাঁচামাল এবং মুলধনী যন্ত্রাংশ আমাদানিতে জটিলতা কমানোর তাগিদ দেন তারা। দেশের বাজারে তৈরি পোশাকের আমদানী বাড়ায় দীর্ঘ মেয়াদে দেশি পোশাক শিল্প সংকটে পড়তে পারে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা। অভ্যন্তরীন চাহিদা মেটাতে গিয়ে রপ্তানীমুখি পোশাক শিল্পের প্রবৃদ্ধি যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখতে বললেন অর্থনীতিবিদরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি