ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্থানীয় সরকার ব্যবস্থা দিন দিন দুর্বল ও অকার্যকর হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা

প্রকাশিত : ২১:৫৮, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ২১:৫৮, ২৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

চার দশকেরও বেশী সময় ধরে ক্ষমতাসীনদের অবহেলা ও অনাগ্রহে স্থানীয় সরকার ব্যবস্থা দিন দিন দুর্বল ও অকার্যকর হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আর দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন এ ব্যবস্থাকে আরও দুর্বল করবে বলেই মত দিয়েছেন তারা। সকালে রাজধানীতে সেমিনারে এসব কথা বলেন বিশ্লেষকরা। দুটি বেসরকারি সংস্থার উদ্যোগে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার প্রকল্প পর্যালোচনায় এ সেমিনার। তৃনমূল পর্যায়ের প্রতিনিধিরা তুলে ধরেন নানা প্রতিবন্ধকতার কথা। বিশ্লেষকরাও মনে করেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের বদলে কেন্দ্রিভুত করায় গোটা দেশেই এমন পরিস্থিতি। স্থানীয় সরকার শক্তিশালী করার বিষয়ে রাজনৈতিক সরকারগুলোর আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেন কেউ কেউ। সব শেষ দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও হতাশ তারা। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালি করতে অরাজনৈতিক সরকারগুলোর উদ্যোগেও টেকসই হয়নি বলেও জানান এই দুই বিশ্লেষক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি