ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

স্নাতকে ভর্তির মেধাতালিকা প্রকাশ করল নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩৮, ২২ ডিসেম্বর ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার নার্গিস আক্তার হেলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ভর্তির ওয়েবসাইটে গিয়ে গুচ্ছের অ্যাপ্লিকেশন আইডি ও রোল নম্বর, এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে লগইন করে মেধাক্রমসহ বিস্তারিত তথ্য জানতে ও ডাউনলোড করতে পারবে ভর্তিচ্ছুরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে শুধুমাত্র নির্ধারিত আসনের বিপরীতে শিক্ষার্থীদেরকে বিভাগ ও বিষয় বরাদ্দ প্রদান করা হয়েছে। ভর্তির তারিখ, প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি পদ্ধতি আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। 

তবে ভর্তি ফি আনুমানিক সর্বোচ্চ ১৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার (২০ ডিসেম্বর) রাত ৩টায় এই মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। তবে এই তালিকা নিয়ে শিক্ষার্থীদের কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রকাশিত মেধাতালিকা স্থগিত করে যাচাই-বাচাই করে মঙ্গলবার প্রকাশ করা হয়।

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছে ৫২ হাজার ২৮৫  শিক্ষার্থী। গত ২৪ নভেম্বর থেকে নোবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু হয়। ৯ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও ৬ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি