ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্পিন কোচ ছাড়াই নিউজিল্যান্ড সফর টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৫ ডিসেম্বর ২০২৩

চুক্তির মেয়াদ শেষে দেশে ফিরে গেছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এতে এই বিভাগে কোনো স্পেশালিস্ট কোচ ছাড়াই নিউজিল্যান্ড যাবে টাইগাররা।

বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টেও স্পিন বোলিং কোচ ছাড়াই খেলতে হচ্ছে তাইজুল-মিরাজদের। ঘরের মাঠে সিরিজ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। এই মাসেই তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা। 

সেই সিরিজে থাকছে না কোনো স্পিন বোলিং কোচ। মূলত টিম ম্যানেজমেন্ট থেকে তাৎক্ষনিক কোনো কোচ না চাওয়াতেই এই বিভাগে কাউকে রাখছে না বিসিবি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি