ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

‘স্পুটনিক’ বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কার্যকর টিকা: কিরিল দিমিত্রিভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৫৭, ৯ ডিসেম্বর ২০২১

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক’ বিশ্বের মধ্যে সবচেয়ে নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছেন রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) সিইও কিরিল দিমিত্রিভ।

বৃহস্পতিবার ডেইলি ইসভেস্তিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি বলেন, “সর্বশেষ তথ্য ইঙ্গিত দেয় যে, এটি সর্বোত্তম, সবচেয়ে কার্যকর এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ টিকা।”

উদাহরণ হিসেবে তিনি হাঙ্গেরিতে পরিচালিত একটি গবেষণার কথা উল্লেখ করে বলেন, “স্পুটনিক ভি টিকার কার্যকারিতা ৯৮ শতাংশ, এটি সব টিকার মধ্যে সর্বোচ্চ কার্যকারিতা। এতে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর ক্ষেত্রে টিকা না নেওয়া লোকদের তুলনায় স্পুটনিক ভি নেয়া লোকের সুরক্ষা ১৩০ গুণ বৃদ্ধি পাবে। ৫টি টিকা নিয়ে গবেষণায় দেখা যায় স্পুটনিক ভি সর্বোচ্চ সুরক্ষা দেয়।”

তিনি আরো উল্লেখ করেন, স্পুটনিক ভি এর কার্যকারিতা অন্য টিকার তুলনায় দীর্ঘস্থায়ী হয় এবং এটির পার্শ্বপ্রতিক্রিয়াও খুব কম। স্পুটনিক ভি নতুন করোনা ভেরিয়্যান্টের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর।

স্পুটনিক ভি ২০২০ সালের ২০ আগস্ট রাশিয়া নিবন্ধিত করে, এটিই করোনার প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃত টিকা। বর্তমানে বিশ্বের ৭১টি দেশ এই টিকা ব্যবহার করছে।

এসএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি