স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে ৩শ’ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
প্রকাশিত : ১৬:২৩, ১০ জুলাই ২০২৩
সেনেগাল থেকে স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ৩শ’ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।
সংবাদমাধ্যমগুলো বলেছে, তিনটি আলাদা নৌকায় চড়ে তারা সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যান্যারি দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করছিলেন।
সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১৭শ’ কিলোমিটার।
সেনেগাল ছাড়ার পর ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন তারা। ঘটনাস্থল ও আশপাশে অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। তবে এখন পর্যন্ত কোনো আশার খবর শোনাতে পারেননি তারা।
স্পেনের ক্যানেরি দ্বীপটি পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত। এটি অবৈধভাবে স্পেনের মূল ভূখন্ডে প্রবেশের অন্যতম রুট রয়ে উঠেছে।
এসবি/
আরও পড়ুন