স্পেনের ফুটবলার পেপে রেইনার জন্মদিন আজ
প্রকাশিত : ১৬:৪৮, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৪৯, ৩১ আগস্ট ২০১৬
পেপে রেইনা স্পেনের পেশাদার ফুটবলার, খেলেন গোলরক্ষক পজিশনে। ক্লাব পর্যায়ে খেলছেন নাপোলিতে। ১৯৮২ সালে আজকের এই দিনে স্পেনের মাদ্রিদ শহরে জন্মগ্রহন করেন তিনি।
পুরো নাম হোসে ম্যানুয়েল পেপে রেইনা। তবে, সবার কাছে পেপে রেইন নামেই বেশি পরিচিত। তাঁর বাবা মিগুয়েল রেইনাও ছিলেন বার্সেলোনার সাবেক গোলনরক্ষক। বাবার অনুসারী হয়ে নিজেও পেশায় বেছে নেন ফুটবলকে। ফুটবল ক্যারিয়ার শুরু করেন বার্সেলোনার ইউ্ধসঢ়;থ একাডেমীর হয়ে।
যুব ক্যারিয়ারে বার্সার জার্সিতে খেলেন ১০ মৌসুম। ভালো খেলায় ম্যানেজারের নজর কাড়লে সুযোগ পেয়েছেন বয়সভিত্তিক দলেও। খেলেন বার্সেলোনা সি ও বি দল্ধেসঢ়;। আর ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত খেলেন বার্সার মূল দলে।
ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০২ সালে নতুন করে মাঠে নামেন ভিয়ারিয়ারে হয়ে। এই ক্লাবে তিন মৌসুমে ম্যাচ খেলেন ১০৯টি। এরপর যোগ দেন লিভারপুলে। র্আধসঢ়; এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সব চেয়ে বেশি ম্যাচ। ২০১৪ সাল পর্যন্ত ম্যাচ খেলেন ২৮৫টি।
২০১৩ সালে লিভারপুলের হয়ে মাঝে এক মৌসুমের জন্য ধারে খেলেন নাপোলিতে। এরপর খেলেন বায়ার্ন মিউনিখে। আর ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেন নাপোলির জার্সিতে।
পেপে রেইনার খেলা শুধু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিলো না। খেলেছেন জাতীয় পর্যায়েও খেলেন স্পেন অনুর্ধ্ব-১৬, ১৭, ১৮ ও ২১ দলে। আর ২০০৫ সাল থেকে খেলছেন স্পেনের জাতীয় দলে।
আরও পড়ুন