ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

স্পোর্টিং গিজনকে ৩-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ২৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১০:১৪, ২৯ এপ্রিল ২০১৭

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় স্পোর্টিং গিজনকে ৩-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল।
নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে ১-০ তে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৩৩ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ফরোয়ার্ড রবার্তো। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান ফ্রেন্স স্ট্রাইকার বাকাম্বু। আর ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ২৬ বছর বয়সী বাকাম্বু। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় স্পোর্টিং গিজন। ৭৩ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার পেরেরা সান্তোস। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে মাঠ ছাড়ে দু’দল।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি