ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘরে চার মরদেহ

স্বজনদের ধারণা ঋণের দায়ে হত্যার পর আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ২৯ জুলাই ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীসহ দুই শিশুর মৃত্যু ঋণের দায়ে হয়েছে বলে জানিয়েছে স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেটে রঙ্গমালা বস্ত্রলায়ের ব্যবসায়ী সোহাগ তার স্ত্রী জান্নাত ও দুই মেয়ে শিশু ফাহিমা-তাহমিদাকে নিয়ে নবীনগর পৌরশহরের বিজয়পাড়ার বাস করতেন।

তার স্বজনরা জানান, পারিবারিক কোন কলহ না থাকলেও সম্প্রতি ছোট ভাইকে বিদেশ পাঠাতে ও ব্যবসায়িক কারণে সোহাগ ঋণগ্রস্ত হয়ে পড়ে। সৎ মায়ের পাওনা এক লক্ষ টাকা নিয়েও প্রায় সময়ই বাক-বিতণ্ডা হতো। এ নিয়ে কিছুটা দুচিন্তায় ছিলেন সোহাগ।

পরিবারের সদস্যরা জানান, ঋণ গ্রস্ত হওয়ায় স্ত্রী সন্তান নিয়ে ব্যবসায়ি সোহাগ আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করছেন তারা। তবে পুলিশ বলছে, ঘটনার মূল রহস্য উৎঘাটনে তদন্ত চলছে। গেলো শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নিজ ঘর থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি