ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ১৮ মে ২০২৪ | আপডেট: ২২:৩৭, ১৮ মে ২০২৪

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিকেল চারটায় ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ সন্মুখ থেকে আনন্দ শোভা যাত্রা উদ্বোধন করেন। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয়, মহানগর উত্তর ও দক্ষিণ এর বিপুল সংখ্যক নেতাকর্মী ।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ- সভাপতি  মজিবুর রহমান স্বপন, সুব্রত পুরোকায়স্থ, আব্দুল আলীম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন  এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম  বিটু, দফতর সম্পাদক আবদুল আজিজ,  নগর উত্তর সভাপতি ইসহাক মিয়া , দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন, দক্ষিণ সাধারণ সম্পাদক তারিখ সাঈদ, উত্তর সাধারণ সম্পাদক  নাঈমুল ইসলাম নাঈমসহ কেন্দ্রীয় ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী । শোভা যাত্রাটি ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ -এ শেষ হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি