ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

স্বপ্ন দলের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ১৩ জানুয়ারি ২০১৮

নাট্যাচার্য সেলিম আল দীনের দশম মৃত্যুবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্ন দল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৮’।

১৭তম এ আসরের স্লোগান ‘রবীন্দ্রনাথ সেলিম আল দীন দু’হাত ধরে রয়, বাংলা নাট্যের সম্মুখযাত্রা নিশ্চিত-নির্ভয়’। উৎসবে স্বপ্ন দলের নাট্য প্রযোজনা ‘হেলেন কেলার’ ও ‘হরগজ’ মঞ্চায়ন ছাড়াও থাকছে বিশেষ বক্তৃতানুষ্ঠান, আলোচনা, স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতিসহকারে শিল্পকলা চত্বর সজ্জা প্রভৃতি।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে নাট্যজন এস এম মহসীনের সভাপতিত্বে সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ উৎসবের উদ্বোধন করবেন মঞ্চসারথি আতাউর রহমান। এরপর একক বক্তৃতানুষ্ঠানে ‘সেলিম আল দীনের নাট্যদর্শন তথা বাংলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’ শীর্ষক বক্তব্য প্রদান করবেন নাট্যাচার্যের আজন্ম শিল্পসঙ্গী নাট্যজন ড. আফসার আহমদ।

অতিথি হিসেবে অভিমত উপস্থাপন করবেন নাট্যজন ড. রশীদ হারুন, লাকী ইনাম, ঝুনা চৌধুরী, যাত্রাজন মিলন কান্তি দে, নাট্যজন চন্দন রেজা, মূকাভিনয় জন রিজোয়ান রাজন, নাট্যজন অপূর্ব কুমার কুণ্ড প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহ্বায়ক ও স্বপ্ন দলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি