ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘স্বপ্ন’এখন মোহাম্মদপুর রিং রোডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ৩১ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’এখন মোহাম্মদপুর রিং রোডে।

বৃহস্পতিবার ৩১ আগস্ট সকাল ১১টা ৩০ মিনিটে স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। নতুন এই আউটলেট উদ্বোধন করেন এর অপারেশন্স ডিরেক্টর আবু নাছের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কমিশনার সলিমুল্লাহ সলু । আরও উপস্থিত ছিলেন স্বপ্নের হেড অব বিজনেস এক্সপ্যানশন মোঃ শামছুজ্জামান, হেড অফ রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশন রঞ্জন আল মিদাসহ অনেকে।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৫৮ টি জেলায়। নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।

স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষ্যে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি