ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

স্বপ্ন’র ১৪টি আউটলেটে বাংলালিংকের সেবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩০, ৩১ জানুয়ারি ২০১৮

রাজধানীতে থাকা সুপার শপ স্বপ্ন’র ১৪টি আউলেটে সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার চালু করল বাংলালিংক। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এসব আউটলেট থেকে সহজেই সেবা নিতে পারবে মোবাইল সংযোগ অপারেটর বাংলালিংকের গ্রাহকেরা।

এ উপলক্ষ্যে আজ বুধবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য দেন প্রতিষ্ঠান দুইটির কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, বাংলালিংক গ্রাহকরা সিম ক্রয়, সিম রিপ্লেসমেন্ট, মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ, আকর্ষণীয়  বান্ডেলসহ  স্মার্টফোন  ক্রয় ও বিভিন্ন ধরনের সার্ভিসের সুবিধা পাবেন ‘বাংলালিংক সেলস অ্যান্ড সার্ভিসেস পয়েন্ট’-গুলোতে। বাংলালিংকের প্রধান কার্যালয়ের সাথে সংযুক্ত বাংলালিংক স্টোরে প্রাপ্ত সুবিধাগুলিও পাওয়া যাবে এখানে।  বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীদের কাছ থেকে গ্রাহকরা প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সহায়তা পাবেন এ স্থানে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ সেলস্ অফিসার রিতেশ কুমার সিং বলেন, ‘গ্রাহক-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে আমরা সব সময় বাংলালিংকের পণ্য ও সেবাকে গ্রাহকদের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছি। যেসব গ্রাহক কেনাকাটার উদ্দেশ্যে স্বপ্ন আউটলেটে যাবেন তারা বাড়তি সুবিধা হিসেবে এখন একই স্থানে আমাদের পণ্য ও সার্ভিস পাবেন। আমরা বাংলাদেশে প্রথম বারের মতো এ ধরনের  সার্ভিস চালু করতে পেরে আনন্দিত।”

আর এসিআই লজিস্টিক লিমিটেডের ডিরেক্টর অপারেশন আবু নাসের বলেন, “আমাদের সুপার শপে ‘বাংলালিংক সেলস অ্যান্ড সার্ভিসেস পয়েন্ট’ চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলালিংকের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে ‘স্বপ্ন’-এর  অংশীদারিত্ব ক্রেতাদের বাড়তি সুবিধা দেওয়ার লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

বর্তমানে বনানী (কামাল আতাতুর্ক এভিনিউ), উত্তরা-৬, বনশ্রী, রামপুরা, কাজলা, মনিপুরিপাড়া, জয়দেবপুর, লেক সিটি, বাসাবো, মহানগর, পোস্তগোলা, মিরপুর-১০, মিরপুর-১ ও গ্রীন রোডে অবস্থিত ‘স্বপ্ন’ আউটলেটগুলিতে রয়েছে ‘বাংলালিংক সেলস অ্যান্ড সার্ভিসেস পয়েন্ট’-গুলো।

**সংবাদ বিজ্ঞপ্তি

এস এইচ এস/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি