ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

স্বর সুরক্ষায় উচ্চ কন্ঠে কথা বলা ও ধুমপান থেকে বিরত থাকার পরামর্শ

প্রকাশিত : ১৮:২৪, ১৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:২৪, ১৬ এপ্রিল ২০১৬

স্বর সুরক্ষায় উচ্চ কন্ঠে কথা বলা ও ধুমপান থেকে বিরত থেকে পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব কন্ঠ দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ’সুরক্ষায় আপনার কন্ঠস্বর, নিয়ে যাবে বহুদুর’ শিরোনামে  এ আয়োজনটিতে মুলত কন্ঠস্বর সুরক্ষা ও প্রয়োজনীয়তার নানান দিক তুলে ধরা হয়। হঠাৎ করে কন্ঠস্বর পরিবর্তিত হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নের্য়াও আহ্বান জানান বিশেষজ্ঞরা। অনান্যের মধ্যে দেশবরেণ্য সঙ্গীতশিল্পী ও নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি