ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৪:৪৭, ২৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অধীন চার ধরনের পদে মোট ৩৪ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে সরাসরি এই নিয়োগ দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা কোটা অনুসরণ করা হবে।

পদসমূহ

কম্পিউটার অপারেটর পাঁচজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুজন, অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৮ জন এবং অফিস সহায়ক পদে নয়জন প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের মাধ্যমিক পাস থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য বিষয়ে দক্ষতাসম্পন্ন হতে হবে।

বয়স

গত ১ মে, ২০১৭ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

বেতন

নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা অনুযায়ী প্রতি মাসে আট হাজার ২৫০ থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

টেলিটকের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। ওয়েবসাইটটির ঠিকানা ‘ssd.teletalk.com.bd’। আবেদন করা যাবে ২৯ মে, ২০১৭ থেকে ১৮ জুন, ২০১৭ বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত সুরক্ষা সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন :

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি