ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

স্বর্ণ বিক্রিতে আরোপিত ভ্যাট কমানোর দাবি বাজুসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ৫ জুন ২০২৩

প্রস্তাবিত বাজেটে স্বর্ণ বিক্রিতে আরোপিত ভ্যাটের হার ৩ শতাংশ করার দাবী জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস।

সোমবার রজধানীতে বাজুস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায় স্বচ্ছতা এবং হয়রানি বন্ধে সব দোকানে ইএফডি মেশিনের দাবি জানান তারা।

তাছাড়া আংশিক পরিশোধিত সোনা আমদানীতে শুল্ক হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানান বাজুস  সভাপতি আনোয়ার হোসেন। 

পাশাপাশি চোরাচালান বন্ধে বিভিন্ন সময় উদ্ধার হওয়া স্বর্ণের ২৫ শতাংশ উদ্ধারকারী সংস্থাকে পুরস্কার হিসেবে দেয়ার দাবি জানিয়েছে বাজুস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুসের সহ-সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, সহ-সম্পাদক ও স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের ভাইস চেয়ারম্যান সমিত ঘোষ অপু, স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশন সদস্য সচিব পবন কুমার আগরওয়াল প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি