স্বর্ণের বারে শুল্ক দ্বিগুণ, ১টার বেশি আনলে বাজেয়াপ্ত
প্রকাশিত : ১৬:৫৯, ১ জুন ২০২৩ | আপডেট: ১৭:০০, ১ জুন ২০২৩
দেশে সোনার অবৈধ প্রবেশ রোধ ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ব্যাগেজ রুলে বড় ধরনের সংশোধন আনা হয়েছে। আগে বিদেশ থেকে ফেরার পথে একজন যাত্রী ২৩৪ গ্রাম সোনা বার (দুইটি বার) বা স্বর্ণ পিণ্ড আনতে পারলেও বর্তমানে তা কমিয়ে ১১৭ গ্রামে নামানো হয়েছে।
এ ছাড়া যেখানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার জন্য দুই হাজার টাকার যেখানে শুল্ক পরিশোধ করা হতো, নতুন সংশোধনীতে প্রতি ভরিতে আরো দুই হাজার বাড়িয়ে শুল্ক-কর ৪ হাজার টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে এসব কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, আসন্ন ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুল সংশোধন করে স্বর্ণবার আনার ক্ষেত্রে ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) শুল্ক ২ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৪ হাজার টাকা করার প্রস্তাব করছি। কেউ যদি এর অতিরিক্ত সোনা আনেন সেক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান নেই, তাই সোনা বাজেয়াপ্ত করার প্রস্তাব করছি।
এর আগে দুপুর ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী
কেআই//
আরও পড়ুন