স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসিক প্লট নির্মাণ
প্রকাশিত : ১৭:২২, ৪ মে ২০১৭ | আপডেট: ১৮:০৬, ৪ মে ২০১৭
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে চট্টগ্রামে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য নতুন আবাসিক প্লট নির্মাণ এলাকা পরিদর্শন করেছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা।
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভা এলাকায় এ প্রকল্প পরিদর্শন করেন তারা। প্রায় ২৩ একর জমিতে ২৮ কোটি টাকা ব্যায়ে পিংক সিটি নামে নতুন এই আবাসিক প্রকল্পে তৈরী করা হচ্ছে ৩শ’ প্লট। তারা জানিয়েছেন, এরিমধ্যে প্রকল্প এলাকায় ভুমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। প্রকল্পটি শেষ হলে চট্টগ্রামে আবাসন সমস্যা সমাধান সম্ভব হবে বলে জানিয়েছেন তারা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী সায়েদ রেজা।
আরও পড়ুন