ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজিত রায় আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২৪ অক্টোবর ২০২৩

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার উপদেষ্টা, চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক মুক্তিযোদ্ধা সুজিত রায় গতকাল সোমবার ভোর ৫টায় পরলোকগমন করেন।

রবিবার দিবাগত রাত ২টায় অসুস্থ বোধ করলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রথমে ইমারজেন্সি এবং পরে ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মেডিকেল সেন্টার হাসপাতালে ইমারজেন্সিতে নিয়ে গেলে ডাক্তার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করলেও সুজিত রায়ের অবস্থার অবনতি ঘটে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়–স্বজন রেখে যান। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে বিদায় জানানোর পর তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া বলুয়ার দীঘি মহাশ্মশানে সম্পন্ন হয়।

শিল্পী সুজিত রায়ের মৃত্যুতে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার পক্ষে আলাউদ্দিন তাহের পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি