ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

স্বাধীনতা অর্জনে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:২৭, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:২৭, ৮ আগস্ট ২০১৬

দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদান অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আত্মত্যাগ বঙ্গবন্ধুকে এগিয়ে নিয়েছে বলেই তিনি স্বাধীনতা এনে দিতে পেরেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মদিন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই অনুষ্ঠান। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বাধিকার আন্দোলন-সংগ্রামে দীর্ঘসময় বাবা বঙ্গবন্ধুর কারাবাসকালীণ মা ফজিলাতুন্নেছা কিভাবে সংসার সামলাতেন সেসব দিনগুলির স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুকে সব রকম সাহায্য করতে বেগম মুজিব। দেশের মানুষের স্বাধীনতার প্রয়োজনে পারিবারিক দুঃখ কষ্টকে সাদরে গ্রহণ করেছিলেন বঙ্গমাতা। তার দুরদর্শিতার কারণেই দ্রুততম সময়ে অর্জিত হয় স্বাধীনতা। শুধু তাই নয়, স্বাধীনতা যুদ্ধের সময়ে নির্যাতিত নারীদের বঙ্গবন্ধুর সঙ্গে অভিভাবকের দায়িত্ব নিয়েছিলেন শেখ ফজিলাতুন্নেছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর পাশে থেকে সহায়তা করে গেছেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি