ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

স্বাধীনতা কাপ কাবাডি প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব ২৩ এপ্রিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ২০ এপ্রিল ২০১৭

মিরপুর ইনডোর স্টেডিয়ামে ২৩শে এপ্রিল থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ কাবাডি প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব।

এ উপলক্ষে অলিম্পিক এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি আইজিপি একেএম শহিদুল হক জানান ৫ দিনের এ টুর্নামেন্টে দুই গ্রুপে বিভক্ত হয়ে ১০টি দল অংশ নিবে। যার ৭টি সার্ভিস দল এবং বাকি ৩টি জেলা পর্যায়ের সেরা তিন দল। ২৭ তারিখে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সভাপতি ছাড়াও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক অতিঃ ডিআউজি হাবিবুর রহমান এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আব্দুল জলিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি