ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

স্বাধীনতা বিরোধী চক্র অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৮:০৯, ১৮ মে ২০১৭

স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত চক্র জ্বালাও পোড়াও রাজনীতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এবং বন্দর এলাকায় আয়োজিত আওয়ামী লীগের পৃথক সমাবেশে নেতারা এ’সব কথা বলেন। বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিবাদী কার্যক্রমসহ নানা ধরনের ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। এ’ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তারা। নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা প্রফেসর ডক্টর অনুপম সেন ও জেলা পরিষদ চেয়ারম্যান এম সালাম। এদিকে, বন্দরের তিন নম্বর জেটি এলাকায় আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি