ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

স্বাভাবিক কার্যক্রম চলছে সরকারি অফিসে, কর্মব্যস্ত সচিবালয়; লেনদেন চলছে ব্যাংকেও।

প্রকাশিত : ১৪:৫২, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫২, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ঈদের আগে একদিন বাড়তি ছুটি ঘোষণার প্রেক্ষিতে আজ শনিবার অফিস করছেন সরকারি চাকরিজীবীরা। এছাড়া, যে সকল প্রতিষ্ঠান সরকারি ছুটির সঙ্গে মিল রেখে অফিস পরিচালনা করে তারাও অফিস খোলা রেখেছে। শনিবার সকালেই কর্মচঞ্চল হয়ে উঠে সচিবালয়। নির্দিষ্ট সময়ে হাজির হন কর্মকর্তা-কর্মচারীরা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর ঘুরে দেখা যায় কর্মীদের সরব উপস্থিতি। এদিকে, বাংলাদেশ ব্যাংক সহ কর্মব্যস্ত সরকারি ব্যাংকগুলোও। অন্যান্য দিনের মতই লেনদেন চলে ব্যাংকগুলোতে। গত ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহার তিনদিনের ছুটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি