ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

স্বাভাবিক জীবনে ময়মনসিংহের মাদক ব্যবসায়ি ও মাদকসেবী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ৩০ মে ২০১৮

মাদকের কুফল বুঝতে পেরে প্রশাসনের সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরেছেন ময়মনসিংহের অনেক মাদক ব্যবসায়ি ও মাদকসেবী। পরিবার ও স্বজনদের সাথে নতুন জীবনে খুশি তারা। অন্ধকার পথ থেকে ফিরে আসায় তাদের অভিনন্দন জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা।

ময়মনসিংহে পুরোহিতপাড়ার মাদক ব্যবসায়ি আলাল মিয়ার এই জগতে প্রবেশ ২০১০ সালে। মাদকের অন্ধকার জগতে অবাধ বিচরণ ছিল তার। এক ডজন মামলায় দীর্ঘদিন জেল-হাজতেও থাকতে হয়েছে তাকে। গত বছর পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানোর পর পুলিশের সাধারণ ক্ষমার আওতায় আলাল ফিরে আসে স্বাভাবিক জীবনে।

শুধু আলাল নয়, অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা অনেকেই এখন পরিবারের সদস্যদের নিয়ে ভাল আছে। তবে, মামলার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অনেককে। আর নানা কারণে ইচ্ছে থাকলেও স্বাভাবিক জীবনে না ফেরার কথা জানায় কেউ কেউ।

মাদক ব্যবসা ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরেছে তাদের সহায়তা করা সবার দায়িত্ব বলে মনে করেন মানবাধিকার কমিশনের নেতারা। আর তাদের পুনর্বাসনে নানা উদ্যোগের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি এগিয়ে আসতে হবে সবাইকে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি