ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

স্বাভাবিক রয়েছে মেট্রোরেল চলাচল, বেড়েছে যাত্রীর চাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ১৮ জুলাই ২০২৪ | আপডেট: ১৩:১৪, ১৮ জুলাই ২০২৪

কোটা বিরোধী আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। সকাল থেকে রাজধানীতে যানবাহন কম থাকলেও স্বাভাবিক রয়েছে মেট্রোরেল চলাচল।

অন্যদিনের মতোই বৃহস্পতিবার সকাল থেকে চলছে মেট্রোরেল। যাত্রীদের চাপও বেশি দেখা গেছে।

বুধবার রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। তারা জানায়, বৃহস্পতিবার অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনও গাড়ি চলবে না। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার মেট্রোরেল চলাচল করবে।

বুধবার (১৭ জুলাই) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব আব্দুর রউফ জানান, ‘মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। মেট্রোরেল ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি যেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয়।’

কয়েকদিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলনে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কমে গেছে। ফলে নগরবাসীসহ অফিসগামী চাকরিজীবীরা ব্যাপক ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতিতে তাদের একমাত্র ভরসার যানবাহন হয়ে উঠেছে এই মেট্রোরেল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি