ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ৬ জুন ২০২৩

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে খুনের দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আ.ন.ম ইলিয়াস এই রায় প্রদান করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ জুলাই পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুরে স্বামী মোফাজ্জল হোসেনকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন স্ত্রী জুনু বেগম। ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে জুনু বেগমকে অভিযুক্ত করে মামলা করলে আদালতে জুনু বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। 

সবশেষ, আজ মঙ্গলবার দুপুরে ঘটনার ১০ মাস ১৪ দিনের মাথায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয় অভিযুক্ত জুনু বেগমকে। 

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অপরদিকে, রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি