স্বায়ত্তশাসনের আন্দোলন ক্রমশ সুস্পষ্ট হয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-৪২)
প্রকাশিত : ২১:০৬, ২৮ এপ্রিল ২০২৩ | আপডেট: ২১:৪১, ২৮ এপ্রিল ২০২৩
১৯৫৫ সালের ২১ থেকে ২৩ অক্টোবর রূপমহল সিনেমা হলে তৃতীয় সম্মেলন হয়। আসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দলের নাম থেকে বাদ যায় মুসলিম শব্দটি। দলের নতুন নাম হয় আওয়ামী লীগ। শেখ মুজিব দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবারও। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ যাওয়ার পর দলটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলে রূপান্তরিত হয়। অসাম্প্রদায়িক সিদ্ধান্তের ফলে বাংলা ভাষা ও সংস্কৃতিভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে।
স্বায়ত্বশাসনের আন্দোলন ক্রমশ সুস্পষ্ট হয়। ঐ একই সময়ে আওয়ামী লীগ সমর্থিত পূর্বপাকিস্তান মুসলিম ছাত্রলীগও মুসলিম শব্দটি বর্জন করে। নাম হয় পুর্ব পাকিস্তান ছাত্রলীগ। ধর্ম নিরপেক্ষতাকে আদর্শ গণ্য করে ছাত্রলীগ নব উদ্যমে যাত্রা শুরু করে। কারণ আওয়ামী মুসলিম লীগ পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের বিকল্প হিসেবে পূর্ববাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই রাজনৈতিক দলটি দ্রুততম সময়ে জনপ্রিয়তা অর্জন করে। পশ্চিম পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক শোষনের বিরুদ্ধে সংগ্রাম-স্বাধিকার আর বাঙালি জাতীয়তাবাদের পক্ষে একটি সক্রিয় সংগঠন হিসেবে নেতৃত্ব দিয়েছিল।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com