স্বাস্থ্য গবেষণা বিভাগ চালু করেছে মাইক্রোসফট
প্রকাশিত : ১৯:৪২, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:২২, ২৭ সেপ্টেম্বর ২০১৭
স্বাস্থ্যবিষয়ক নতুন বিভাগ চালু করেছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। এই বিভাগ চিকিৎসা গবেষণা ও রোগীদের চিকিৎসায় সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে।
এই গবেষণাগারে মেশিন লার্নিং আর ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ‘স্বাস্থ্য সুরক্ষা উন্নত’ করতে নিজেদের করা প্রতিশ্রুতির অংশ হিসেবে এই বিভাগ চালু করেছে মাইক্রোসফট।
ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার-এর সাবেক জনস্বাস্থ্য তথ্য বিষয়ের অধ্যাপক ইয়েন বুক্যান-কে মাইক্রোসফট এই বিভাগে গবেষক হিসেবে নিয়োগ দিয়েছে।
গবেষণায় বিভিন্ন ব্যবস্থা পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। এর মাধ্যমে রোগীদের হাসপাতালের বাইরে থাকতে সহায়তা করা হবে। ডায়াবেটিস-এর মতো রোগ নিয়েও গবেষণা করবে এই বিভাগ।
সূত্র: টেলিগ্রাফ।
আরও পড়ুন